বিতর্কিত কাশ্মীরে ভারতীয় সরকারি বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিন ‘বিদ্রোহীর’ মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
রবিবার (২২ জুলাই) ভোরে কাশ্মীরের দক্ষিণাঞ্চলের খুদাওয়ানির নামের একটি গুচ্ছ গ্রামে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে। খবর ইউএনবি।
ওই অঞ্চলের পুলিশের শীর্ষ কর্মকর্তা ভেইড বলেন, ‘বিদ্রোহীরা’ খুদওয়ানির গুচ্ছ গ্রামে লুকিয়ে রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে তাদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।
তবে গোলাগুলি শেষে ওই এলাকা থেকে তিনজন বিদ্রোহীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতীয় বাহিনীর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভারতীয় সৈন্যরা ওই এলাকার দুই বেসামরিক নাগরিকের বাড়িতে আগুন দিয়েছে, যেখানে বিদ্রোহীদের ফাঁদে ফেলা হয়েছিল।
আগের দিন ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিরা এক পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে হত্যার পর ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
সম্প্রতি ভারতের বিদ্রোহী দমনকারী বাহিনীর সাথে একসাথে কাজ করে আসছে কাশ্মীরের পুলিশ। যাদের প্রায়ই বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেখা গেছে।
আজকের বাজার/এমএইচ