ভারতের কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৬ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। খবর এনডিটিভি’র।
রোববার (১০ জুন) জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় কেরান সেক্টরে এ ঘটনা ঘটে।
এনডিটিভি’র খবরে বলা হয়, রমজান মাসে কাশ্মিরে সেনা অভিযান স্থগিত ও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গুলি চালানো অব্যাহত রেখেছে ভারত ও পাকিস্তান। দু’দিন আগে কেরানে এক অতর্কিত হামলায় এক ভারতীয় সেনা নিহত ও অপর এক সেনা আহত হওয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই সেক্টরটিতে নিরাপত্তা বাহিনীর নজরদারি বৃদ্ধি পেয়েছে। ওই এলাকায় টহল অব্যাহত রেখেছে ভারতের নিরাপত্তা বাহিনী।
রোববার ছয় জনসহ বিগত দুই সপ্তাহে রাজ্যটিতে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মোট ২১ জন নিহত হয়েছেন।
আজকের বাজার/একেএ