কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার গুলিতে দুই সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুইজন ব্যক্তি জঙ্গি সংগঠন লশকর-ই তৈয়ব্যার সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে।
রোববার কুলগ্রামের চেদ্দার কাইমোহ এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে শুরু হয়। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা।
এক পর্যায়ে দু’পক্ষের গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এর আগে, গেলো শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার ২১ সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে।
আরজেড/