কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে ৩ জঙ্গি নিহত

কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার(৬ জুন) কাশ্মীর সীমান্তে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরপশ্চিমে সীমান্তবর্তী কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে ভারতীয় সৈন্যরা তাদের অনুপ্রবেশ ব্যর্থ করে দেয়।

ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, ওই জঙ্গি গ্রুপ সেখানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ওই তিন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় অনুসন্ধান অভিযানের প্রক্রিয়া চলছে।

আরজেড/