কাশ্মীরে হাউজবোটে অগ্নিকান্ডে ৩ জন বাংলাদেশীর প্রাণহানি

ভারতের কাশ্মীরের পর্যটন স্পট ডাল লেকের হাউজবোটে অগ্নিকান্ডে ৩ জন বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল রয়েছেন।
অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ী চট্টগ্রামের মিরশ্বরাইয়ে হলেও তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকতেন।

এ দুর্ঘটনায় অনিন্দ্য কৌশলের সফরসঙ্গী চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশ ও চট্টগ্রামের  ঠিকাদার মোহাম্মদ মাইনুদ্দিন প্রাণ হারিয়েছেন।
রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লেলিন চাকমা জানান, শনিবার রাতে কাশ্মীরের ডাল লেকের ৯ নম্বর ঘাটে ‘সাফিনা’ নামে একটি হাউজবোটে আগুন লাগে। এতে রাঙ্গামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং তার সফরসঙ্গীরা প্রাণ হারান।

তিনি জানান, অনিন্দ্য কৌশল চলতি মাসের ৩ নভেম্বর ভারতে যান। তিনি শারীরিক চেকআপ করার পর আজমীর শরীফ হয়ে কাশ্মীর যান। অনিন্দ্য কৌশল  ৩০তম বিসিএস এর কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের (এক ছেলে ও এক মেয়ে) জনক। (বাসস)