আচমকা অমরনাথ যাত্রীদের ফিরিয়ে নেওয়া হয়েছে। বিপুল আধাসেনা নামানোর পর এবার রাজ্যের বিভিন্ন জায়গায় জারি করা হচ্ছে ১৪৪ ধারা। গৃহবন্দি করা হচ্ছে রাজ্যের একাধিক নেতাকে। বাতিল করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। বন্ধ কেবল টিভি পরিষেবাও।
সোমবার সকাল থেকে শ্রীনগর ও জম্মুতে ১৪৪ ধারা জারি হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জামায়েত। তবে রাজ্য প্রশাসন সূত্রে খবর কোনও জায়গায় কারফিউ জারি করা হবে না। তবে রাজ্যের পরিস্থিতি কারফিউয়ের মতোই।
রাজ্যের অধিকাংশ স্কুল, কলেজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। জম্মু, রাজৌরি, ডোডা, কিস্তওয়ার, উধমপুর বনধের চেহারা নিয়েছে।
গৃহবন্দি করা হয়েছে রাজ্য দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে। গৃহবন্দি করা হয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা সাজ্জাদ লোনকে।
কাশ্মীরের বিভিন্ন জায়গায় বাতিল করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষবা। নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিসের তরফে। রাজ্যের পুলিস কর্তা ও উচ্চপদস্থ নেতাদের জন্য স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হয়েছে।