জম্মু-কাশ্মীরে ‘ইসরাইলি ধাঁচে’ বসতি নির্মাণের ভারতীয় আহ্বানের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পাকিস্তান।
বুধবার এক বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নয়াদিল্লির এই অবস্থানকে ফ্যাসিবাদী বলে অভিহিত করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
তিনি বলেন, প্রায় ১০০ দিন অবরুদ্ধ কাশ্মীরে ভারত সরকার আরএসএসের ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। প্রকাশ হয়ে গেলো ভারতীয় সরকারের আরএসএস মতাদর্শের ফ্যাসিবাদী মানসিকতা।
কাশ্মীরীদের মানবাধিকারের চরম লঙ্ঘন হলেও শক্তিধর দেশগুলো এখনও তাদের বাণিজ্যিক স্বার্থে নীরবতা পালন করছে বলেও অভিযোগ করেন ইমরান খান।
প্রসঙ্গত, অধিকৃত কাশ্মীরে হিন্দুত্ববাদী মোদি সরকারের নেয়া পদক্ষেপকে ইসরাইলের ফিলিস্তিন দখলের সঙ্গে তুলনা করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন ভারতীয় এক কূটনীতিক। নিউইয়র্ক সিটিতে ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠানে সন্দীপ চক্রবর্তী নামে ওই কূটনীতিকের মন্তব্য নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে।
শনিবার হিন্দু পুরোহিত ও প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে সদ্বীপ বলেন, ফিলিস্তিনের জমিতে ইসরাইল যেভাবে বসতি স্থাপন করেছে, একইভাবে কাশ্মীরে বসতি স্থাপনই সংকটের একমাত্র সমাধান।
কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি সরকারের বাড়াবাড়িকে হালকা প্রমাণ করতে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন উদাহরণ দেয়ার পরই এই আলোচনার ঝড় উঠেছে
আজকের বাজার / ফজলুর রহমান