জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা নিয়ে মুখ খুলল চিন। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আজই পথচলা শুরু করেছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। আর আজই ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়ে সোচ্চার হল চিন। জম্মু-কাশ্মীরকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত ‘বেআইনি’ বলে সরব হয়েছে বেজিং। পাশাপাশি চিনা পররাষ্ট মুখপাত্র গেং ঝুয়াং বলেছেন, তথাকথিত জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চিনের অংশও অন্তর্ভুক্ত হয়েছে।
এ প্রসঙ্গে চিনা বিদেশ পররাষ্ট মুখপাত্র বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নিল ভারত। যার মধ্যে চিনার অংশও অন্তর্ভুক্ত হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছে চিন। ভারত একতরফা ভাবে দেশীয় আইন বদলেছে। এটা বেআইনি। কোনওভাবেই কার্যকর করা যায় না’’।
আজকের বাজার/লুৎফর রহমান