কাশ্মীর সমস্যা নিয়ে আফ্রিদি -গৌতম গম্ভীরের দ্বন্দ্ব

কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তান – ভারতের সম্পর্ক তলানীতে । এ সমস্যা যে ক্রিকেটারদের মাঝেও ছড়িয়ে পড়েছে তার উজ্জ্বল প্রমাণ শহিদ আফ্রিদি এবং গৌতম গম্ভীরের দ্বন্দ্ব।

সাবেক পাকিস্তান অধিনায়ক আফ্রিদি মঙ্গলবার টুইট করেন: “ভারত-অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ এবং উদ্বেগজনক।”

আফ্রিদি ভারতকে এবং ‘নিপীড়ক শাসকচক্র’ বলে আখ্যায়িত করেন, এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জান।

জবাবে সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর টুইট করেন, ‘আফ্রিদির অভিধান জড়বুদ্ধিগ্রস্ত’ “লোকে বলছে আমাকে প্রতিক্রিয়া জানাতে । কি আর বলবো? আফ্রিদি শুধু ইউএন-কে খুঁজছে, তার জড়বুদ্ধিসম্পন্ন অভিধানে যার অর্থ হচ্ছে অনুর্ধ-১৯।” তিনি আরো লেখেন, সংবাদ নিশ্চিন্তে থাকুন, আফ্রিদি নো-বলে উইকেট নিয়ে উল্লাস করছে।”গত ৬০ বছর ধরেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে এবং দেশ দুটির মধ্যে এ নিয়ে দু’বার যুদ্ধ হয়েছে।

গত রবিবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে তিনজন ভারতীয় সৈন্য এবং ১৩ জন সন্দেহভাজন জঙ্গী নিহত হয়। এর পর বিক্ষোভ ও সংঘর্ষে চারজন বেসামরিক লোক নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়।

আজকের বাজার/আরজেড