কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনায় ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী জানায়, বুধবার কাশ্মীরের সীমান্ত রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনারা গুলি চালালে অন্তত ৩০ বেসামরিক নাগরিক আহত হন।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কয়েকজন নিহত হন। তবে ইসলামাবাদের দাবি, ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রথমে গুলি চালালে পাল্টা জবাব হিসেবে পাকিস্তানি সেনারাও গুলি চালায়।
দু’পক্ষের গোলাগুলির ঘটনায় জীবন বাঁচাতে সীমান্ত এলাকার কয়েকশ বাসিন্দা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
আরজেড/