‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন ইলিয়ানা

বলিউড বা হলিউড ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়! প্রায় সময়েই এ বিষয়ে মুখ খুলে সংবাদের শিরোনামে আসেন অভিনেতা-অভিনেত্রীরা। এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ।

হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, এক সাক্ষাৎকারে ইলিয়ানা ডি ক্রুজ বলেন, ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললে নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, হারাতে হবে গ্ল্যামার জগৎ—এই ভয়ে গুরুতর সমস্যা হওয়ার পরও ‘কাস্টিং কাউচ’ নিয়ে কেউ মুখ খুলছেন না।

ইলিয়ানা বলেন, কোনো তারকা নিজের ক্ষতি করতে চান না। কারণ, প্রথম সারির এই তারকারা সবাই প্রতিষ্ঠিত। তাদের অনেকেরই দুর্ভাগ্য, কারণ অনেককেই কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।

তার দাবি, বলিউডে কাস্টিং কাউচের সবচেয়ে বেশি শিকার হন নতুন মেয়েরা। বলেন, বলিউডে অভিনয়ের অনেক স্বপ্ন তাদের চোখে। নিশ্চয়ই কেউ চান না, তাদের ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যাক। আর এ কারণেই কাস্টিং কাউচের ঘটনা সব সময় ধামাচাপা পড়ে যায়।

অভিনেত্রী ইলিয়ানা বলেন, ভারতে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পূজা করা হয়। সেখানে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললে যে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা রণবীর সিং বলেছিলেন, বলিউডে শুধু মেয়েরা নন, ছেলেরাও শিকার হন কাস্টিং কাউচের। নিজের অভিজ্ঞতা তুলে ধরে রণবীর বলেনব, এক ভদ্রলোক তার আন্ধেরির বাড়িতে আমাকে একবার ডেকেছিলেন। আমি সুন্দর পোর্টফোলিও তৈরি করে নিয়ে গিয়েছিলাম। তিনি সেটা দেখলেনই না। বললেন, তোমাকে আরো স্মার্ট হতে হবে। আরো সেক্সি হতে হবে।

রণবীর বলেন, তারপর আমাকে অবাক করে দিয়ে বলেন, আমরা কিছুই করব না। আমাকে একবার ছুঁতে দাও। পরে জেনেছি, এমন ব্যবহার তিনি আরও অনেকের সঙ্গেই করেছেন।

আজকেরবাজার/এস