‘কাস্টিং কাউচ’ নিয়ে যা বললেন আলিয়া ভাট

ভারতের অভিনয় জগতে ‘কাস্টিং কাউচ’ নিয়ে কথা বলেছেন একাধিক অভিনেত্রী। এ তালিকায় নতুন করে যুক্ত হলেন হালের ক্রেজ আলিয়া ভাট। এই অভিনেত্রী ‘কাস্টিং কাউচ’য়ের শিকার যারা, তাদের মুখ খুলতে আহ্বান করেছেন।

আলিয়া বলেন, বলিউডে অনেকেই অভিনয় করতে এসে যারা খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হন। কখনও কারও সঙ্গে এমন অবাঞ্ছিত কিছু ঘটলে, বিষয়টি নিয়ে মুখ খুলুন। আগে বাবা-মাকে বিষয়টি জানান। তার পরও কাজ না হলে পুলিশের কাছে যান।

এর আগে রিচা চাড্ডা, কল্কি কোয়েচলিন, বিদ্যা বালানসহ একাধিক অভিনেত্রী কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন। বলিউড অভিনেত্রীদের পাশাপাশি দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডিও কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন।

কাস্টিং কাউচ’ হলো অভিনয়ের সুযোগ দেওয়ার নামে যৌন নিপীড়ন।

রাসেল/