উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কায়েসংয়ে আন্তঃকোরীয় মৈত্রী দপ্তরে শুক্রবার দক্ষিণ কোরিয়া ও পিয়ংইয়ংয়ের মধ্যে উপমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর সিনহুয়ার।
সিউলের একত্রীকরণ মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র লী ইউজেন এক সংবাদ সম্মেলনে বলেন, কায়েসংয়ে আন্তঃকোরীয় মৈত্রী দপ্তরের প্রধানের মধ্যে এ বৈঠকে উপ-একত্রীকরণ মন্ত্রী চুন হায়ে-সুংয়ের অংশ নেয়ার কথা ছিল।
উত্তর কোরিয়ার পক্ষে আছেন জন জং সু। তিনি ডিপিআরকে’র কমিটি ফর পিচফুল রিইউনিফিকেশন অব ফাদারল্যান্ডের ভাইস-চেয়ারম্যান। তারা এ মৈত্রী দপ্তরের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দুই কোরিয়ার মধ্যে সার্বক্ষণিক যোগাযোগের জন্য গত সেপ্টেম্বর মাসে এ দপ্তর খোলা হয়।