‘কিউট আজকের অনন্যা’ চয়নিকা সাথী

বিভিন্ন শ্রেণি-পেশার সফল নারীদের অংশগ্রহণে জিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কিউট আজকের অনন্যা’। এ পর্বের আজকের অনন্যার মুকুট বিজয়িনী হলেন চয়নিকা সাথী।

সমাজে একজন নারীর অধিকাংশ সময়ে কোনো ব্যক্তি পরিচয় থাকে না। জ্ঞান হওয়ার পর থেকে নারীকে নিষেধের বেড়াজালে বড় হতে হয়। নারীদের নিয়ে এই প্রতিযোগিতা মূলক গেম শোতে মাঝে মাঝেই চলে আসে ভিন্নতার ছোঁয়া। আজকের অনন্যা’র প্রতিটি পর্বে চারটি সেগমেন্ট থাকে৷গতকাল প্রচারিত পর্বটিতে সব সেগমেন্ট পেরিয়ে চতুর্থ ও শেষ সেগমেন্ট ‘অনন্যা কুইজ রাউন্ড’ যেখানে চয়নিকা সাথী একাই বাজিমাত করে দিয়ে সব সেগমেন্ট মিলিয়ে ‘আজকের অনন্যা’র মুকুট বিজয়িনী হন৷

কিউট আজকের অনন্যার মঞ্চে এবারের আমন্ত্রিত অতিথি ছিলেন চারজন সুগৃহিণী সাথী, ফারজানা, তনুস্রী, এবং সোনিয়া; যারা নিজ নিজ ক্ষেত্রে সর্বগুণে গুণান্বিত।

মৌসুমী হামিদের উপস্থাপনায় ও তুষার জামালের প্রযোজনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার ১৭ আগস্ট রাত ৯:৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হয়। পুনঃপ্রচার দেখানো হবে শুক্রবার দুপুর ১২:১৫ মিনিটে এবং বুধবার রাত ২ টায়।

আজকের বাজার: আরআর/ ১৮ আগস্ট ২০১৭