যুক্তরাষ্ট্রে নিযুক্ত কিউবার ১৫ জন কূটনীতিককে ৭ দিনের মধ্যে দেশ ছাড়তে বলেছে মার্কিন সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
কিউবায় মার্কিন দূতাবাসকেও এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলেও এ সময় জানান তিনি।
গত ৩ অক্টোবর মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ১৫ জন কিউবান কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দেন।
দু’দেশে নিযুক্ত পরস্পরের কূটনীতিকদের সংখ্যার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে কিউবার সাথে তার দেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কথাও এ সময় জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, কিউবায় নিযুক্ত মার্কিন কূটনীতিকদের কয়েকজনের সাম্প্রতিক অসুস্থতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
সম্প্রতি কিউবায় যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের কয়েকজন অজানা রোগে আক্রান্ত হলে তাদেরকে দেশে ডেকে পাঠায় মার্কিন সরকার।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ৪ অক্টোবর ২০১৭