কিউবায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত শতাধিক

কিউবায় বোয়িং-৭৩৭ মডেলের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক যাত্রী নিহত হয়েছেন।

কিউবার রাজধানী হাভানায় বিমানবন্দরের পাশেই এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হাভানার জোস মার্টি বিমানবন্দর থেকে ১০৪ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। পরে উদ্ধারকারী দলের সদস্যরা এসে আগুন নেভায়। কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বিমানটি রাজধানী হাভানা থেকে পূর্বাঞ্চলের হোলগুইন শহরে যাচ্ছিল। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল ঘটনাস্থল পরিদর্শন করে শোক প্রকাশ করেছেন।

আরজেড/