কিউবায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় হলগুইন প্রদেশ থেকে গুয়ান্তানামো যাওয়ার পথে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ আরোহীর সকলেই প্রাণ হারায়।
সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয় একটি কমিশন গঠন করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
কিউবায় সর্বশেষ বিমান দুর্ঘটনা ঘটে ২০১৮ সালে। হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বিমানটি বিধ্বস্ত হলে ১১২ জন নিহত হয়। কেবল একজন যাত্রী প্রাণে বেঁেচ যায়।