কিটের পর এবার আফগানিস্তানে মাস্ক পাঠালো ইরান

আফগানিস্তানে করোনাভাইরাস শনাক্তকরণ কিটের পর এবার মাস্ক পাঠিয়েছে ইরান।
ইরানের খোরাসানে রাজাভি প্রদেশের বিদেশি নাগরিক বিষয়ক দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তাকি হাশেমি বলেছেন, তাদের প্রদেশের পক্ষ থেকে উপহার হিসেবে আফগানিস্তানে ১০ হাজার মাস্ক পাঠানো হয়েছে।

তিনি বলেন, ইরান কিট ও মাস্কের পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলায় অর্জিত অভিজ্ঞতাও আফগানিস্তানের সঙ্গে বিনিময় করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানে যেসব নাগরিক রয়েছেন তাদেরকে বিনামূল্যে করোনাভাইরাসের চিকিৎসা দেয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আফগান শরণার্থীদেরকে বিভিন্ন ধরনের সাহায্য দেয়া হচ্ছে।

এর আগে, ইরান উপহার হিসেবে কয়েক হাজার শনাক্তকরণ কিট আফগানিস্তানে পাঠিয়েছে। আফগানিস্তান হচ্ছে ইরানের মুসলিম প্রতিবেশী দেশ। খোরাসানে রাজাভি হচ্ছে আফগানিস্তান সীমান্তবর্তী একটি ইরানি প্রদেশ।

সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন আফগান শরণার্থীদেরকে চিকিৎসা বীমা সুবিধা দেওয়ায় ইরানের প্রশংসা করেছে।