যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মনে করা হচ্ছে, কিম জং উন ৩৬ বছরে বয়সে পা রাখলেন। ঐ দুই নেতার মধ্যে পারমাণবিক আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর এটাই প্রথম যোগাযোগ বলে প্রতিবেদনে বলা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া জন্মদিনের বার্তাটি কিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়া্কে অনুরোধ করা হয়েছে বলে জানান দক্ষিণ কোরিয়ার জাতীয় সুরক্ষা উপদেষ্টা চুং ইউই-ইয়ং। এই সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে তার সংক্ষিপ্ত সাক্ষাতের সময় ঐ অনুরোধ করা হয়।
শুক্রবার সিউলে ফিরে আসার পর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে চুং বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে এই বার্তাটি “যথাযথ ভাবেই পৌঁছানো হয়েছে। ট্রাম্পের ঐ বার্তায় আর কী ছিল বা বার্তাটি কী ধরনের ছিল এবং কিভাবে তা পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়।
আজকের বাজার/লুৎফর রহমান