মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনকে আবারো দেখা যাওয়ায় এবং তাকে স্বাস্থ্যবান মনে হওয়ায় তিনি খুশি। কিমকে তিন সপ্তাহ ধরে কোথাও দেখা না যাওয়ায় জোর গুঞ্জন রটে তিনি খুবই অসুস্থ কিংবা মারা গেছেন। কিন্তু তিন সপ্তাহ পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে কিম হাঁটছেন, হাসছেন এবং সিগারেট খাচ্ছেন।
পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলে শানচুনে শুক্রবার তিনি একটি সার কারখানা উদ্বোধনে যোগ দেন। এ প্রেক্ষিতে শনিবার ট্রাম্প বলেন, কিম ফিরে এসেছেন এবং ভালো আছেন তা দেখে আমি খুশি। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিন। গুরুত্বপূর্ণ এ বিশেষ দিনের অনুষ্ঠানেও কিমকে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ওঠে। কিন্তু ট্রাম্প কিমের অসুস্থতা ও মৃত্যুর খবর তখন উড়িয়ে দিয়েছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান