কিয়েভে পর্তুগিজ দূতাবাস রুশ সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর অস্বীকার করেছে রাশিয়া।
পর্তুগালের রুশ দূতাবাসকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস বলেছে, রাশিয়া নিশ্চিত করেছে যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষার কারণে পর্তুগিজ দূতাবাস ভবনের ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মস্কোর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যের বিকৃতি।
দূতাবাস বলেছে, আমরা লক্ষ করেছি যে, ২০ ডিসেম্বর নগরীর সামরিক স্থাপনায় রাশিয়ান সশস্ত্র বাহিনীর হামলার ফলে কিয়েভে পর্তুগিজ দূতাবাসের ক্ষতি সংক্রান্ত পর্তুগিজ মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে সক্রিয়ভাবে বিকৃত তথ্য প্রচার করছে।
রুশ কূটনৈতিক মিশন জোর দেয় যে, কিয়েভ বেসামরিক ভবনগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে নগরীর সীমানার মধ্যে সামরিক স্থাপনা ও সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রগুলোর পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে।
দূতাবাস আরো জানায়, এটি করে সশস্ত্র বাহিনী একচেটিয়াভাবে সামরিক স্থাপনা ও সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্যবস্তু করছে।(বাসস)