ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাতে চালানো রাশিয়ার হামলায় দুইজন নিহত এবং ৪১ জন আহত হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, খারকিভের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় ২৮ জন আহত হয়েছে। এসব হামলায় দুর্ভাগ্যবশত ৫৬ এবং ৪০ বছর বয়সী দুই মহিলা প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা জানান, কিয়েভ এলাকায় মস্কোর হামলায় ১৩ জন আহত হয়েছে। (বাসস ডেস্ক)