কিয়েভ বিমান প্রতিরক্ষা বাহিনী ‘সবচেয়ে শক্তিশালী’ হামলা প্রতিহত করেছে : প্রশাসন

কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। বসন্তের পর থেকে এটিকে রাজধানীতে ‘সবচেয়ে শক্তিশালী হামলা’ হিসেবে বর্ণনা করা হয়। খবর এএফপি’র।
কিয়েভ সিটি মিলিটারি অ্যামিনিস্ট্রেশন টেলিগ্রাম বার্তায় লিখেছে, ‘বসন্তের পর থেকে কিয়েভের এ ধরনের শক্তিশালী হামলা মোকাবেলা করার অভিজ্ঞতা ছিলনা। কিয়েভের বিমান প্রতিরক্ষা বাহিনী মোট ২০টিরও বেশি শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।’