কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুখাম্মেদকালি আবিলগাজিয়েভের নাম ঘোষণা করেছে দেশটির সংসদ। রয়টার্স’ সূত্রে এসব তথ্য জানা যায়।
সাপার ইসাকোভের মন্ত্রিসভা গত সপ্তাহে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন আবিলগাজিয়েভ।
কিরগিজস্তানের জনসংখ্যা মাত্র ৬০ লাখ। সাবেক এই সোভিয়েত রাষ্ট্রটিতে একটি রুশ সামরিক ঘাঁটিও রয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ভেঙে যাওয়ার পর ভৌগোলিকভাবে মধ্য এশিয়ার অন্তর্ভুক্ত হয় দেশটি।
উল্লেখ্য, সরকারবিরো্ধী আন্দোলনের মুখে ২০০৫ সালে এবং ২০১০ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয় তৎকালীন দুই প্রেসিডেন্টকে।
আজকের বাজার/একেএ