কিরগিজস্তানে যৌথ বিনিয়োগ আহবান

কিরগিজস্তান সেদেশে তৈরি পোশাকসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে বাংলাদেশের বিনিয়োগ এবং কিরগিজ-বাংলাদেশ যৌথ বিনিয়োগের আহবান জানিয়েছে। যৌথ বিনিয়োগের ক্ষেত্রে কিরগিজস্তান থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে । এছাড়াও এধরনের বিনিয়োগে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগেরও সুযোগ রয়েছে বলে কিরগিজ পক্ষ জানিয়েছে।
সোমবার ৮ জানুয়ারি বিকালে বাংলাদেশে নিয়োজিত কিরগিজস্তানের অনারারি কনসাল তেমিরবেক এরকিনোভ এবং এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ- ইন্ডাস্ট্রি) নেতৃবৃন্দেও মধ্যে অনুষ্ঠিত এক সভায় এসব আলোচনা হয়।
আলোচনার প্রেক্ষিতে এফবিসিসিআই নেতৃবৃন্দ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহ-সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ আলোচনায় অংশ নেন। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিলও এসময় উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি অনারারি কনসালকে দেশের বর্তমান দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা সম্পর্কে অবহিত করেন। এরকিনোটে প্রস্তাবের প্রেক্ষিতে এফবিসিসিআই সভাপতি কিরগিজস্তান চেম্বার অব কমার্স এবং এফবিসিসিআইয়ের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনের আশ্বাস দেন। এছাড়াও কাছাকাছি সময়ের মধ্যে দ‘ুদেশের শীর্ষ চেম্বার অব কমার্সের মধ্যে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরের ওপরও তারা গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য , ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ শূণ্য দশমিক শূণ্য ৪ মলিয়ন মার্কিন ডলারের পণ্য কিরগিজস্তনে রপ্তানি করে এবং ২০১৫-২০১৬ অর্থবছরে কিরগিজস্তান থেকে শূণ্য দশমিক শূণ্য ৯ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। কিরগিজস্তানে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে ওভেন গার্মেন্টস, নীটওয়্যার এবং হোম-টেক্সটাইল। আর কিরগিজস্তান থেকে মুলত টেক্সটাইল সমগ্রী ও গ্লাস এবং গ্লাসওয়্যার সামগ্রী আমদানি করা হয়।
আজকের বাজার : এসএস / ওএফ/ ৮ জানুয়ারি ২০১৮