কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

কিরগিজস্থানে রোববার ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছে। দেশটির অভ্যন্তরীণ সড়ক নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
বিশকেক-নারিন-টুরুগার্ট মহাসড়কে স্থানীয় সময়  বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখানে মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
মন্ত্রণালয় জানায়, দ্রুতগতিতে চলমান একটি গাড়ির টায়ার ফেটে যাওয়ায় তা প্রথমে একটি মিনিবাসের সাথে এবং পরে অন্যান্য গাড়ির সাথে ধাক্কা খায়। (বাসস ডেস্ক)