কিরগিজস্তানে সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বত : নিহত ১, আহত ৭

কিরগিজস্তান বুধবার বলেছে, দেশের রাজধানী বিশকেকে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। খব রএএফপি’র।

দেশটির বিমান চলাচল সংস্থা কিরগিজায়েরোনাভিগাতসিয়ার বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ১০টা ৫৫মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪৫৫টা) বিমানঘাঁটি ফ্রুজ-১ এ একটি সামরিক এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে।’
এমআই-৮ হচ্ছে সোভিয়েত শাসনামলে তৈরি একটি সামরিক হেলিকপ্টার। (বাসস ডেস্ক)