কিলার রসু খাঁসহ তিন জনের মৃত্যুদণ্ড

পোশাককর্মী পারভীন ধর্ষণ ও হত্যা মামলায় কুখ্যাত সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনের ফাসির আদেশ  দিয়েছেন চাঁদপুরের আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মান্নান এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত অন্য দু’জন  হলেন- জহিরুল ইসলাম ও ইউনুছ। এদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছে। সাজাপ্রাপ্তদের সবার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়।

চাঁদপুরের অতিরিক্ত পিপি অ্যাড. সায়েদুল ইসলাম জানান, ২০১০ সালের ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত পারভীন হত্যা মামলায় এই রায় দেয়া হয়। ১১ হত্যার দায়ে অভিযুক্ত এই খুনি (রসু খাঁ) বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলার একটির রায় হয়েছে আজ।

তিনি বলেন, আজকের রায়ের মধ্যে একটা বার্তা ছিলো। রসু যাদের হত্যা করেছে তারা প্রত্যেকে ছিলেন পোশাককর্মী। সুতরাং রসুর মতো লোক থেকে গার্মে ন্টস কর্মীরা সাবধান।

প্রসঙ্গত, পোশাককর্মী পারভীনকে প্রেমের ফাঁদে ফেলে রসু খাঁ ফরিদগঞ্জ উপজেলার খালপাড়ে নির্জন স্থান নিয়ে হত্যা করেন। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার রসু ১১ জন নারীকে হত্যা করার কথা স্বীকার করে । তার টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর।

এমআর/

এমআর