কিশোরগঞ্জে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

কিশোরগঞ্জ সদরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোফাজ্জল হোসেন ও বিকাশ।

শনিবার (২৬ মে) দিবাগত রাতে শহরের নিউটাউন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে রাত আড়াইটার দিকে নিউটাউন এলাকায় অভিযান চালায় কিশোরগঞ্জ থানা পুলিশ। এ সময় মোফাজ্জল ও বিকাশকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে শর্টগানের দু’টি কার্তুজ, রামদা, ছুরি, ২টি প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার ও বাটালি উদ্ধার করা হয়।

আজকের বাজার/একেএ