কিশোরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপতালের সামনে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
আজ বিকেলে একই সময়ে রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিনের সমর্থক ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের সমর্থক ইউনিয়ন ছাত্রলীগ মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় সমাবেশ আহ্বান করে। কাছাকাছি জায়গায় দুটি মঞ্চও তৈরি করে দুই গ্রুপ।
সকালে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নিলে অনির্দিষ্টকালে জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সংঘর্ষে জড়ায় দুই দল।
ঘন্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ও ইট পাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে।
আজকের বাজার/আরজেড