কিশোরগঞ্জে আরও একজনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে আরও একজনের করোনাভাইরাস(কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

শুক্রবার রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, গত ২১ এপ্রিল ৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে শুক্রবার একজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। নতুন করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি ভৈরব উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে। এর মধ্যে এক শিশুসহ তিনজন মৃত ব্যক্তি রয়েছেন। তাদেরসবারই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।