কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা প্রতিবেদনে নতুন করে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, ১০ মে জেলায় সংগৃহীত মোট ৯৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন ১২ মে রাতে পাওয়া যায়।
এর মধ্যে মোট ছয়জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের মধ্যে একজন পুরনো কোভিড-১৯ পজিটিভ রয়েছেন। ফলে এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯ জনে।
এদিকে, জেলায় আরও ৮ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৭২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলার বাকি করোনা রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। নতুন শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে একজন তাড়াইল উপজেলার এবং চারজন ভৈরব উপজেলার বলে সিভিল সার্জন জানিয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান