কিশোরগঞ্জে আরও ৮ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে কিশোরগঞ্জ সদরে ১, মিঠামইনে ৫, ভৈরব ১ ও কটিয়াদীতে ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হল।

বৃহস্পতিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন জানান, গত রবিবার (১৯ এপ্রিল) ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে এবং ১১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তবে গত চারদিনে (২০-২৩ এপ্রিল) পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৪ হাজার ১৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।