বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
কিশোরগঞ্জে ইউপি সদস্যসহ ২ ইয়াবা বিক্রেতার কারাদণ্ড
প্রকাশিত - এপ্রিল ৩০, ২০১৮ ১১:৩৩ এএম
কিশোরগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে এক ইউপি সদস্যসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন, সদর উপজেলায় মাইজকাপন ইউনিয়ন পরিষদের সদস্য মো.কামরুজ্জামান বিপ্লব ও তার সহযোগী মো.সাজু মিয়া।
রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে সাজা দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করেছেন। গোপনে খবর পেয়ে মাইজকাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় কামরুজ্জামানের কাছে তিনটি ও সাজুর কাছে চারটি ইয়াবা পাওয়া যায়। পরে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজকের বাজার/একেএ/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.