কিশোরগঞ্জে একদিনে আক্রান্ত ২৫, মোট শনাক্ত ১৬৬

কিশোরগঞ্জে সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৬ জনে।

জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ থেকে রবিবার সকালে ১০১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৬৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক শিশুসহ তিনজন মারা গেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে বাজিতপুরে চারজন, ভৈরবে ছয়জন, কুলিয়ারচরে চারজন, তাড়াইলে তিনজন, নিকলীতে চারজন, পাকুন্দিয়ায় একজন ও সদর উপজেলায় তিনজন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, রবিবার পাঠানো ১০১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে পাওয়া গেছে।

এছাড়া সোমবার ও মঙ্গলবারের পাঠানো নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।