কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে আরও দুইজনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ জনে।
গত শনিবার জেলায় সংগৃহীত মোট ৭৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সোমবার রাতে পাওয়া যায়। এ ৭৫ জনের নমুনা পরীক্ষায় দুইজনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান নিশ্চিত করেছেন।
এদিকে, নতুন করে জেলায় করোনাভাইরাস আক্রান্ত আরও পাঁচজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তদের মধ্যে মোট ১৬৪ জন সুস্থ হয়েছেন।
বাকিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, নতুন করে করোনা শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন জেলার হোসেনপুর উপজেলার এবং একজন কটিয়াদী উপজেলার। সোমবার রাত পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৯৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় পাঁচজন মারা গেছেন।