কিশোরগঞ্জে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জুন) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তানজিনা আক্তার (১৪) । তানজিনা একই গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে এবং চারিপাড়া আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রী ।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে তানজিনা পার্শ্ববর্তী ভোগপাড়া গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় বাড়ির দক্ষিণ পাশে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

তানজিনার বাবা সাহাব উদ্দিন বলেন, আমার মেয়ে সাহরি খাওয়ার পর ছাতা নিয়ে নানার বাড়িতে যাওয়ার সময় বজ্রপাতে তার শরীর ঝলসে গিয়ে মৃত্যু হয়। লোকমুখে তার মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসি।

আজকের বাজার/একেএ