কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি।

কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাজার/এমএইচ