কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে তিনজনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।
বৃহস্পতিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তিনজনের করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে করোনাভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৮২ জনে দাঁড়িয়েছে।
নতুন করোনা শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুইজন তাড়াইল উপজেলার। অপরজন কটিয়াদী উপজেলার।
একইদিনে, জেলার কুলিয়ারচরে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হওয়াW এর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। অন্যদিকে, মোট সাতজন করোনাভাইরাসমুক্ত হয়ে সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ১৪ জন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, কিশোরগঞ্জ জেলা থেকে গত রবিবার সকালে ১৩২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনটি নমুনা বাতিল হয়ে যায়। বাকি ১২৯টি নমুনার মধ্যে তিনজনের কোভিড-১৯ পজেটিভ এবং বাকি ১২৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করে তিনজন শনাক্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে।