কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ক্ষিদিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফজলুর রহমান (৩২)। তিনি ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বসতঘর থেকে বাড়ির সামনে একটি কোচিং সেন্টারে নেয়া বিদ্যুতের লাইন ঝুলছিল। সকালে ফজলুর রহমান ওই বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
করিমগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আজকের বাজার/একেএ