কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর-কাজলাহাটি গ্রামে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মুক্তিযোদ্ধা জহুরউদ্দিনের পুত্র তানভীর হোসেন সম্রাটের সঙ্গে সাত মাস আগে ইটনা উপজেলার শিমুলবাঁক গ্রামের শোভা আক্তারের (২২) বিয়ে হয়। মঙ্গলবার দিবাগত রাতে স্বামী-স্ত্রী নিজ ঘরে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলা দেখেন।
বুধবার সকালে ঘরের দরোজা খুলছেন না দেখে বাড়ির লোকজন প্রথমে তাদের ডাকাডাকি করে। ভেতর থেকে সাড়া না পেয়ে ভেন্টিলেটার দিয়ে উঁকি মেরে সম্রাটের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বাড়ির লোকজন ঘরের দরোজা ভেঙে ভেতরে ঢুকে শোভা আক্তারের মরদেহও বিছানায় পড়ে থাকতে দেখে। পাড়া-প্রতিবেশীরা জানান, তানভীর হোসেন সম্রাট মানসিক ভারসাম্যহীন ছিল এবং বছরখানেক আগে তাকে একবার চিকিৎসা করানো হয়।
অন্য একটি সূত্র জানায়, সে মাদকাসক্ত ছিল। রাত দুইটার পরে যে কোনো সময় সে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।
করিমগঞ্জ থানার ইন্সপেক্টের (তদন্ত) পারভেজ আহমদ সেলিম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের বাজার/একেএ