কিশোরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে তিন যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন – মধ্য পিরিজপুর এলাকার হাবিব মিয়ার ছেলে রাকিব (১৯), একই এলাকার নিধু মিয়ার ছেলে নুর আমিন (১৭) ও কিশোরগঞ্জ সদর উপজেলার মতলবপুর এলাকার আবু কালামের ছেলে নয়ন (২০)।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল করে তিন যুবক কোথাও যাচ্ছিলেন। মধ্য পিরিজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আজকের বাজার/এ.এ