কিশোরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের হিলচিয়া বাজার থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

অস্ত্র আইনের মামলায় সাজাপ্রাপ্ত এ আসামির নাম আ. সাত্তার (৪০)। তিনি গুরুই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আসলাম আলী মেম্বারের ছেলে।

বুধবার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুরুই ইউনিয়নের দৌলতপুর-হিলচিয়া আগে থেকে পুলিশ ওঁৎ পেতে ছিল। আ. সাত্তারকে দৌলতপুর নিজ বাড়ি থেকে হিলচিয়া বাজারে যাওয়ার পথে পুলিশ গ্রেফতার করে।

নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, নিকলী থানার ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ এ -এফ ধারায় ২০১২ সালে মামলা হয়। ওই মামলায় আ. সাত্তারকে ২০১৬ সালে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ জেলা দায়রা বিশেষ ট্রাইবুন্যাল আদালত।

রায় হওয়ার পর থেকে আসামি আ. সাত্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানান তিনি।

আজকের বাজার/একেএ