বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মিঠামইনের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে স্থানীয় উন্নয়নে কামরুল আহসানের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বলেন, স্থানীয় উন্নয়ন ও মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অ্যাডভোকেট শাহজাহানের মৃত্যুতে কিশোরগঞ্জের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো।
রাষ্ট্র প্রধান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান আজ ভোর ৪ টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান