রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের প্রতি ইউক্রেনে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তির আনুষ্ঠানিক ঘোষণাকালে শুক্রবার তিনি এ আহ্বান জানান।
ক্রেমলিনে টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমরা কিয়েভ সরকারের প্রতি অবিলম্বে যুদ্ধ এবং সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছি।
একইসঙ্গে তিনি কিয়েভকে আলোচনার টেবিলে ফেরারও আহ্বান জানান।