ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। এ কারফিউ শনিবার রাত থেকে শুরু হয়েছে, বলবৎ থাকবে সোমবার সকাল পর্যন্ত।
মেয়র ভিটালি ক্লিসটসকো নতুন করে কারফিউ বলবৎ এর এ ঘোষণা দেন।
টেলিগ্রামে তিনি বলেন, সামরিক কমান্ড নতুন করে কারফিউ বলবৎ এর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত আটটায় শুরু হয়ে এটি সোমবার সকাল সাতটা পর্যন্ত বলবৎ থাকবে।