ইউক্রেনের রাজধানী কিয়েভসহ এর আশপাশের অঞ্চলে নজিরবিহীনভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলার জেরে এ পরিকল্পনায় বাধ্য হচ্ছে ইউক্রেন।
স্থানীয় বিদ্যুৎ অপারেটর শুক্রবার এ কথা জানায়।
গত দ’ুসপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে। এতে দেশটির অন্তত ৩০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে।
এদিকে দেশটিতে শীতকাল শুরু হতে যাচ্ছে। এ অবস্থায় কর্তৃপক্ষ জনগণকে যতটুকু সম্ভব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষ কয়েক ঘন্টা করে কিয়েভসহ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে।
বিদ্যুৎ কোম্পানি ডিটেক ফেসবুকে জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের মধ্যাঞ্চলে সম্পূর্ণ ব্ল্যাকআউট(অন্ধকার) ঠেকানোর লক্ষ্যে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনারগো নজিরবিহীন বিদ্যুৎ নিষেধাজ্ঞা চালু করতে যাচ্ছে।
তবে ডিটেক আরো বলছে, কর্তৃপক্ষ সামনের দিনগুলোতে আরো ভয়াবহ ও দীর্ঘসময়ের ব্ল্যাকআউট কার্যকর করবে।
কিয়েভের আঞ্চলিক গভর্ণর ওলেকসি কুলেবার এর উদ্ধৃতি দিয়ে ডেটেক বলছে, বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্ট কালের জন্যেও বন্ধ করা হতে পারে।