কীটনাশক পানে প্রাণ গেল আড়াই বছরের শিশুর

ভোলার চরফ্যাশন উপজেলায় কীটনাশক খেয়ে সাদিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নাহিদা নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহত সাদিয়া ওই গ্রামের ইউসুফের মেয়ে ও আহত নাহিদা একই গ্রামের নুরউদ্দিনের মেয়ে।

স্বজনরা গুরুতর আহত দুই শিশুকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু সাদিয়াকে মৃত ঘোষণা করেন। কীটনাশক পানে অপর গুরুতর আহত শিশু নাহিদাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৩ মার্চ) দুপুরে হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শিশুর স্বজনরা জানান, শিশু সাদিয়া ও নাহিদা পরস্পর চাচতো বোন। সকালে সাদিয়া ও নাহিদা পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা সাদিয়া ও নাহিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর শিশু নাহিদাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, হাসপাতালে থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শিশু নাহিদা বরিশালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান