বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীতে শনিবার রাতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের কার্গোটি নদীতে ডুবে গেছে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, শাহরুখ ২ নামের যাত্রীবাহী লঞ্চটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্গোডুবির ঘটনা ঘটে।
তিনি জানান, ঘটনাস্থলে পূবালী ২ নামের একটি লঞ্চ যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত নদীতে পড়ে কারও নিখোঁজ হওয়ায় খবর পাওয়া যায়নি। এছাড়া লঞ্চটির তলা ফেটে গেছে।
সূত্র - ইউএনবি