পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলসের শেয়ার লেনদেন আগামি ১৩ মার্চ শুরু হবে। ওইদিন দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি 'এন' ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের জন্য ডিএসই ট্রেডিং কোড 'QUEENSOUTH'।
ডিএসই কোম্পানি কোড ১৭৪৭৬।
আরএম/